শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

মহেশখালীতে একটি কালা পোয়া ৭ লাখে বিক্রি

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর মাতারবাড়ি এক জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি ‘কালো পোয়া’ মাছ। মাছটির ওজন ২৮ কেজি ।

১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সাগরে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি সাইরার ডেইল বাজারে ৭ লাখ টাকায় বিক্রি করা হয়। সূত্রে জানা যায়, মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার বহদ্দার ছৈয়দুল হকের জালে ধরা পড়ে ২৮ কেজি ওজনের কালা পোয়াটি।
যেটি স্থানীয় কয়েকজন জেলে ৭ লাখ টাকা দিয়ে কিনে নেন। এর ৩ দিন আগে ও ঐ বহদ্দারের বোটে ১৫টি কালা পোয়া ধরা পড়ে বলে জানা যায়। যেগুলো চট্টগ্রামের ফিশারি ঘাটে ১১ লক্ষ টাকা দিয়ে বিক্রি করা হয় বলে জানা যায়৷ বোটের মালিক ছৈয়দুল হক জানান, প্রায় ২৮ কেজি উজনের কালা পোয়া ধরা পড়েছে। যেটি ৭লাখ টাকায় স্থানীয় কয়েকজনে কিনে নিচে। আমার বোটে কালা পোয়া ধরা পড়ায় আমি অনেক খুশি ও লাভবান হয়েছি।
মাতারবাড়ি মৎস্য জীবী লীগে ৯নং ওয়াড়ের সভাপতি এবং জেলে সমিতির মোঃ ইসমাইল জানান, সাইরারডেইল এলাকার ছৈয়দুল হক বহদ্দারের বোটে বিশাল কালা পোয়াটা ধরা পড়ে। তা সন্ধ্যায় ৭লাখ টাকা দিয়ে স্থানীয় কয়কজন কিনে নেন। সাইরারডেইলের ৮ জনে জেলে ব্যবসায়ী মিলে মাছটি ৭ লাখ টাকা দিয়ে ক্রয় করেন বলে জানান বাদশা সওদাগর। তিনি আরও বলেন অল্প লাভে আমরা মাছটি চট্টগ্রাম ফিশারি ঘাটে বিক্রি করি।

মহেশখালী উপজেলা মৎস কর্মকর্তা আব্দু রহমান জানান, বন্ধ মৌসুমে মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছে জেলেরা। প্রজনন বৃদ্ধি ও ছোট মাছ গুলো বড় হওয়ার সুযোগ পাওয়ায় জেলেরাও উপকৃত হচ্ছে। এর আগেও বড় বড় অনেক পোয়া মাছ পেয়ে অনেক জেলের কপাল খুলে গেছে। তবে এটি সব চেয়ে বড় পোয়া মাছ ধরা পড়েছে মহেশখালীর জেলেদের জালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *