রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
শপথ নিলেন সদর, রামু ও উখিয়া উপজেলার নবনির্বাচিত ১৫ জন চেয়ারম্যান। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ তাঁদের শপথ বাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের উপÍপরিচালক শ্রাবস্তী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, “ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। কোন কারণেই জনসেবায় অবহেলা বরদাস্ত করা হবে না।”
এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবদুর রহমান বদি, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন।
শপথ গ্রহণ করেন রামুর উপজেলার ঈদগড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রাজারকুল ইউনিয়নে চেয়ারম্যান মুফিজুর রহমান, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেসতা বেগম, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. ইসমাইল নোমান, রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান এম ডি শাহ আলম ও খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক।
সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ। উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস, এম ছৈয়দ আলম, রাজাপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।