সোমবার, ২৩ জুন ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মীর মৃত্যু মহেশখালীতে প্রয়াত সাংবাদিক শফিকুল্লাহ খাঁনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ২০ হাজার ইয়াবাসহ আটক ১ !! উখিয়ায় দিনদুপুরে চাঞ্চল্যকর চুরি: সহকারী শিক্ষকের ঘর থেকে ৪.৫ লক্ষ টাকা ও ৩৩ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট টেকনাফে বাকপ্রতিবন্ধী আলমগীরকে গুলি করে হত্যা, মূলহোতা নুরুল আলম ডাকাত গ্রেফতার আলীকদম সেনা জোনের অভিযানে জেএসএস (মূল)-এর ৯ সন্ত্রাসী আটক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য দেখতে গিয়ে প্রাণ হারালো তরুণ মেহরাব: দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজন কঠোর পর্যটন নীতিমালা উখিয়ায় পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান : আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার চকরিয়ায় আ. লীগের ঝটিকা মিছিল, সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫৫ রোহিঙ্গাদের জন্য সুইডেনের ২.১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা

স্বচ্ছতার সাথে ৭১’র যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে – সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

চট্টগ্রাম প্রতিনিধি:
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও আল বদরদের আক্রমণে নিহত, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে, ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি’ এর চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর, আপামর বাঙালির প্রতিরোধে, অজস্র আত্নত্যাগে, অসীম বীরত্বে যখন পাকিস্তানী হানাদার বাহিনী পরাজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল, তখন তারা বাঙালি জাতিকে পঙ্গু ও মেধাশূন্য করে দেয়ার নীলনকশা বাস্তবায়নের উদ্দেশ্যে ১৪ই ডিসেম্বর ইতিহাসের অন্যতম নির্মম, ঘৃণ্য হত্যাযজ্ঞ চালিয়ে বাংলার সূর্যসন্তানদেরকে শহীদ করে। এ অপারেশনে ‘আল বদর বাহিনী’ পাকিস্তানি হানাদার বাহিনীদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়ে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি হলেও দৃঢ়চেতা মনোবল নিয়ে বিশ্বের মানচিত্রে আজ মাথা উঁচু করে দাড়িয়ে আছে বাংলাদেশ। আজ ২০২১ সালে প্রায় সকল ইতিবাচক সূচকে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে থাকা বাংলাদেশ, তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের ষড়যন্ত্রকে প্রতিহত করেছে।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় অর্জন। কারণ যারা মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ করে এদেশের নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম কেঁড়ে নিয়েছে তাদের বিচার না হলে জাতি কখনো কলঙ্কমুক্ত হবে না। বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে দীর্ঘদিন যুদ্ধাপরাধীরা এ দেশের পবিত্র ভূমিতে অবাধে বিচরণ করেছে। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী চাপ উপেক্ষা করে, ২০১০ সালে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল’ গঠন করে যুদ্ধাপরাধীদের বিচারকার্য শুরু করেছেন। আমরা তার এ সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানাই। আমরা আশা রাখি স্বচ্ছতার সাথে এ ট্রাইবুনাল সকল যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করবে।”
১৪ ডিসেম্বর, ২০২১ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতে এসব কথা বলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাদ্দাজিল্লুহুল আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *