রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার জেলা পরিষদ। একইদিন কক্সবাজার জেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কক্সবাজার জেলা পরিষদ সেলাই মেশিন ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এসময় অন্যান্যের মধ্যে
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, জেলা পরিষদের স্টাফ মোহাম্মদ আমান উল্লাহ, উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, রেজাউল করিম সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।