রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
মুজিববর্ষে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে কক্সবাজার জেলা প্রশাসন দিবসের শুরুতে কক্সবাজারের কেন্দ্রীয় শহিদ মিনার, অরুণোদয় স্কুলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতি ও শহরের বধ্যভূমিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পুষ্পার্ঘ অর্পন করেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন এর সময় অন্যান্যোর মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, ডিডিএলজি শ্রাবস্তি রায়, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দ উপস্থিত ছিলেন।