রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
কণ্ঠশিল্পী ইলিয়াসের সম্পর্ক কী সুবাহর? এমন প্রশ্ন এখন দেশের সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ইলিয়াসের সঙ্গে সুবাহ নিজের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। দুজনকে অন্তরঙ্গ ভাবে দেখা গেছে। সুবাহ চেক ইন দিয়ে নিশ্চিত করেছেন ছবিগুলো কক্সবাজারে তোলা। কক্সবাজারে কেন? এই প্রশ্নের উত্তর ছিল শুটিং। কিসের সেটা স্পষ্ট নয়। অবশ্য দীর্ঘদিন ধরে ইলিয়াসের কোনো গান মুক্তিও পায়নি।
গানের জগতে নেই ঘুরছেন নায়িকার সঙ্গে এমন প্রশ্ন নেটিজেনদের। কক্সবাজারে তোলা ছবিগুলো পোস্ট করে সুবাহ ক্যাপশন দিয়েছেন, ‘পৃথিবীতে ভালোবাসার মানুষের তো অভাব হয়না। সবাই পারে ভালোবাসতে। সঠিক মানুষকে বেছে নিলে জীবন সুন্দর!’
এই কথার অর্থ কী? সঠিক মানুষকে বেছে নিয়েছেন সুবাহ? এই প্রশ্নের উত্তরেও ধোঁয়াশা করেছেন সুবাহ। একেবারে প্রায় অদৃশ স্থানে লিখেছেন শুটিংটাইম।
বৃহস্পতিবার সকালে ইলিয়াসের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন সুবাহ। গাড়িতে বসে একাধিক সেলফিতে দেখা যায় দুজনকে। সুবাহ লিখেছেন ‘আমাদের বিজয় দিবস।’
কেন আমাদের, আপনারা কে হন? এমন প্রশ্ন সহসাই ভক্তদের, শ্রোতাদের। সাধারণ নেটিজেনরা বলছেন দুজনের সম্পর্ক তো নিশ্চই গভীরতর। এ বিষয়ে জানতে ফোন করা হয় সুবাহ ও ইলিয়াসকে। সুবাহ ফোন ধরেননি। তবে ইলিয়াস ফোন ধরে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে জানালেন তাঁরা শুধুই বন্ধু। শুধুই বন্ধু বলে পাল্টা প্রশ্ন করলে ইলিয়াস বলেন, সকাল থেকে এতো এতো ফোন আসছে মাথাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা শুধুই ভালো বন্ধু।
২০১৯ সালে সুবাহ রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মহরত থেকে আলোচনায় আসেন। এরপর চলচ্চিত্রাঙ্গনের মানুষরা সুবাহকে চেনেন। এরপর একে একে ৬টি চলচ্চিত্রে কাজ করেছেন সুবাহ। যদিও এখন পর্যন্ত কোনো ছবিই মুক্তি পায়নি। তবে আলোচনার তুঙ্গে উঠে আসেন তিনি।
ইলিয়াস সঙ্গীতশিল্পী হিসেবে বেশ নাম করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি সঙ্গীতে নেই।