রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
বিপুল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বাষিক নির্বাচন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে মাঝখানে নামাজের বিরতি ছাড়া একটানা ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। ভোটগ্রহণ ও গননা শেষে শুক্রবার রাত ১০টার কিছু সময় পর ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস্তাফিজুর রহমান। নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান (খেজুর গাছ প্রাপ্ত ভোট ৮৯৭), নুরুল কবির চৌধুরী (বাই সাইকেল, প্রাপ্ত ভোট ৪৪৪), সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কাশেম সওদাগর (চাকা, প্রাপ্ত ভোট ৫৫২), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোতাহের হোসাইন (মাছ, প্রাপ্ত ভোট ৬০৯), প্রচার সম্পাদক শফিউল আলম সওদাগর (টেলিফোন, প্রাপ্ত ভোট ৫৭৮), আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু (বই, প্রাপ্ত ভোট ৫১৪), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. হেলাল উদ্দিন (ময়ুর, প্রাপ্ত ভোট ৬০৯), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইমরান (ক্রিকেট ব্যাট, প্রাপ্ত ভোট ৪৯৩), সদস্য যথাক্রমে- মোঃ কামরুল হাসান (শামলা, প্রাপ্ত ভোট ৮২৩), আজিব চৌধুরী (লাটিম, প্রাপ্ত ভোট ৬৬৩), আবুল কালাম (প্রজাপতি, প্রাপ্ত ভোট ৬৬০), শাহ খোরশেদ আলম (কলসী, প্রাপ্ত ভোট ৬০৮) ও মো. নাসির উদ্দিন (হাতঘড়ি, প্রাপ্ত ভোট ৫৯৩)। এরআগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-সভাপতি প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খালেদ ওমর রানা, সাংগঠনিক সম্পাদক আবু আহমদ, দপ্তর সম্পাদক মো. জাফর আলম, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ কবির ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ।
ডিসি৭১/এমইউনয়ন