শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

মির্জা ফখরুল দল কানা হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন: তথ্যমন্ত্রী

কক্সবাজার ৭১ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দল কানা’ হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টার সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলকে বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ হিসেবে জানতাম। কিন্তু তিনি দল কানা হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন। জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাই বাংলাদেশ উন্নয়নে ৫০ বছর পেছনে গেছে এমন মন্তব্য করছেন। অথচ আগে বাংলাদেশের শতকরা ৪১ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতো। এখন তা ২০ শতাংশে নেমে এসেছে।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো যদি বিএনপি-জামায়াত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করতো। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র না করতো। তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যেত।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, জেলা প্রশাসক মমিনুর রহমান, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নিতাই কুমার ভট্টাচার্য প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *