রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
শহর প্রতিনিধি:
কক্সবাজার শহরের চিহ্নিত ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার সালমান শাহ (২৪)কে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত অনুমান সাড়ে আটটার দিকে কক্সবাজার পৌরসভা টেকনাইফ্যা পাহাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সালমান শাহ টেকনাইফ্যা পাহাড় এলাকার খুইল্যা মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে খুন, চুরি, ডাকাতি, মারামারি ও ছিনতাইসহ ৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থেকে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে সক্রিয় ছিলো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ।