রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউপি নিবার্চনে চকরিয়া উপজেলার আট ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতাকারী আটজন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের বহিস্কার করা হয়। কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বহিস্কৃত নেতারা হলেন, ডুলাহাজারা ইউনিয়নে হাসানুল ইসলাম আদর ও কলিম উল্লাহ কলি, ফাঁসিয়াখালী ইউনিয়নে নাছির উদ্দিন চৌধুরী, চিরিঙ্গা ইউনিয়নে জসিম উদ্দিন ও জামাল হোসেন চৌধুরী, হারবাং ইউনিয়নে সৈয়দ নুর ও জাহেদুল ইসলাম এবং বমুবিলছড়ি ইউনিয়নে কফিল উদ্দিন।
জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে চকরিয়া উপজেলার হারবাং, বরইতলী,চিরিঙ্গা,ফাঁসিয়াখালী,ডুলাহাজারা,খুটাখালী ও বমু বিলছড়িসহ আট ইউনিয়ন পরিষদ নিবার্চন।
ইতোমধ্যে এ নিবার্চনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়া আটজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। কিন্তু ভোটের মাঠে আ’লীগের এসব প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করে যাচ্ছেন দলের আটজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী।
ইতিমধ্যে এসব বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য দলের পক্ষ থেকে একাধিকবার নির্দেশনা দেয়া হয়। কিন্তু তারা দলের নেতাদের সে নির্দেশনা না মেনে নিবার্চনী মাঠে নৌকা প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করে যাচ্ছেন।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, চকরিয়া উপজেলার আট ইউপি নিবার্চনে দলের আটজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে একাধিকবার নির্দেশনা দেয়া হয়। কিন্তু তারা তা শোনেননি। ফলে তাদেরকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয় করতেই এসব বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান মেয়র মুজিবুর রহমান।