রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৯ মানহানিকর সংবাদ প্রচার করায় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের বিবৃতি পোকার আক্রমণে বিবর্ণ মহেশখালীর প্যারাবন মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের উপর অবৈধ ভাবে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত কাঠের রাস্তা শেখ হাসিনার পতনের ঘটনায় প্রশাসনিক নিরবতাকে কাজে লাগিয়ে খাস জমি দখল করে প্রতিযোগিতা মূলকভাবে নির্মাণ হচ্ছে অনুমোদনহীন বহুতল ভবন। যেন দেখার কেউ নাই হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ কটেজ জোনে অভিযান পরিচালনা করায়, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সাবেক মুখ্য সচিব নাসের ও সচিব মেজবাহ গ্রেফতার মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক এখন পতিতা, মরণ নেশা ইয়াবা ও মাদকের স্বর্গরাজ্য কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন

ধর্ম সংস্কৃতিতে ব্যবহার ছাড়াও পানে রয়েছে প্রচুর ঔষধিগুণ

কক্সবাজার ৭১ ডেস্ক:
ধর্ম সংস্কৃতিতে পানের স্থান অনেক উপরে, এটি ছাড়া কোন ধর্মীয় সংস্কৃতির কাজ সম্পূর্ণ হয় না। আর মাউথওয়াশের জন্য এবং খাবার সঠিকভাবে হজমের জন্য অনেকেই খাবার খাওয়ার পর এটি খেয়ে থাকেন।
পান খাওয়ার রেওয়াজ গত কয়েক শতাব্দী ধরে চলে আসছে। তবে এর পেছনেও রয়েছে পানের উল্লেখযোগ্য অবদান, আর তা হলো এর ঔষধিগুণ।
পান খাওয়ার উপকারিতা-
পান খেলে কিডনি সংক্রান্ত রোগে উপশম পাওয়া যায়।
পাথরের সমস্যায় উপকারী।
দাঁত সংক্রান্ত সমস্যা দূর করে।
ফুলে যাওয়া মাড়িতে পিণ্ডে উপশম।
শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ করে ।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চর্মরোগে উপকারী।
কম প্রস্রাবের সমস্যা দূর করে।
মুখের আলসারে উপকারী।
ক্ষিদে বাড়ায়।
যদি আপনার মুখে দুর্গন্ধ হয় তাহলে পান খাওয়া উচিৎ?, এতে শুধু আপনার মুখের দুর্গন্ধই দূর হবে না, পায়োরিয়ার মতো রোগও দূর হবে।
পান খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং খাবার সহজেই হজম হয়।
পানে প্রদাহরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে, এটি অনেক কিছুর মধ্যে সবচেয়ে উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *