রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
কক্সবাজার ৭১ ডেস্ক:
ধর্ম সংস্কৃতিতে পানের স্থান অনেক উপরে, এটি ছাড়া কোন ধর্মীয় সংস্কৃতির কাজ সম্পূর্ণ হয় না। আর মাউথওয়াশের জন্য এবং খাবার সঠিকভাবে হজমের জন্য অনেকেই খাবার খাওয়ার পর এটি খেয়ে থাকেন।
পান খাওয়ার রেওয়াজ গত কয়েক শতাব্দী ধরে চলে আসছে। তবে এর পেছনেও রয়েছে পানের উল্লেখযোগ্য অবদান, আর তা হলো এর ঔষধিগুণ।
পান খাওয়ার উপকারিতা-
পান খেলে কিডনি সংক্রান্ত রোগে উপশম পাওয়া যায়।
পাথরের সমস্যায় উপকারী।
দাঁত সংক্রান্ত সমস্যা দূর করে।
ফুলে যাওয়া মাড়িতে পিণ্ডে উপশম।
শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ করে ।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চর্মরোগে উপকারী।
কম প্রস্রাবের সমস্যা দূর করে।
মুখের আলসারে উপকারী।
ক্ষিদে বাড়ায়।
যদি আপনার মুখে দুর্গন্ধ হয় তাহলে পান খাওয়া উচিৎ?, এতে শুধু আপনার মুখের দুর্গন্ধই দূর হবে না, পায়োরিয়ার মতো রোগও দূর হবে।
পান খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং খাবার সহজেই হজম হয়।
পানে প্রদাহরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে, এটি অনেক কিছুর মধ্যে সবচেয়ে উপকারী।