শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাস্ট্রপতি মো. আবদুল হামিদ পরিবারের সহধর্মিণী শিক্ষাবিদ রাশিদা খানমসহ ১১ জন ১ দিনের সফরে টেকনাফের সেন্টমার্টিনদ্বীপ ভ্রমণে রয়েছেন। ২১ ডিসেম্বর বিকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তাঁরা সেন্টমার্টিনদ্বীপে পৌঁছেন।
সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুর আহমদ জানান, ‘মহামান্য রাস্ট্রপতি মো. আবদুল হামিদ এর সহধর্মিণী (ফাস্ট লেডি) শিক্ষাবিদ রাশিদা খানম, পরিবারের সদস্য ও রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাসহ মোট ১১ জন সদস্য মেটাল শাক যোগে বিসিজি স্টেশন টেকনাফ হতে সেন্টমাটিন দ্বীপে ভ্রমণের জন্য আগমন করেন। সেন্টমার্টিনদ্বীপে পৌঁছলে ক্যাপ্টেন এম কিবরিয়া হক (ট্যাজ), বিসিজিএমএস, এএফডিব্লউসি, পিএসসি, বিএন (পি১১৮৯) (অধিনায়ক বিসিজিএস কামরুজ্জামান) এবং টেকনাফÍ২ বিজিবির অধিনায়ক বিএ ৫৯৭৭ লে. কণের্ল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার তাঁদের সংবর্ধনা জানান। সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতির পুত্রবধূ মিসেস নুসরাত জাহান, নাতি নামিরা হামিদ, নাতনী নুসাইবা হামিদ, নাতি আনাস আব্দুল্লাহ হামিদ, আত্মীয় মনিরা বেগম, ছেলে রিয়াদ আহমেদ, পুত্রবধূ মিসেস কামরুন নাহার, নাতি হামিদ ইব্রাহিম, নাতি ঈসা আব্দুল্লাহ, রাষ্ট্রপতি কার্যালয়ের এডিসি (আর্মি) মেজর মো. তারিক আজিজ, ক্যাপ্টেন এম সাহেদ সাত্তার, (ট্যাজ), পিএসসি, পিÍ ১১৯৫। সফরকালে তাঁরা সেন্টমার্টিনদ্বীপস্থ পুলিশ অফির্সাস মেস এ রাত্রি যাপন করবেন’।
কক্সবাজারের এডিসি, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি) টেকনাফ মডেল থানা, প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃংখলা বাহিনী সদস্য এসময় উপস্থিত ছিলেন। দ্বীপে পৌছে মধ্যাহ্ন ভোজ শেষে অল্পক্ষণ বিশ্রাম নিয়ে বিজিবির নেয়া বিশেষ বাহন যোগে সন্ধ্যা পর্যন্ত দ্বীপের সৈকত ভ্রমণ করেন।