বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

রোহিঙ্গা ক্যাম্পে লাইসেন্স বিহীন দোকানে বিক্রয় হচ্ছে ৫ কোটির টাকার ঔষুধ

বিশেষ প্রতিবেদক:
উখিয়া-টেনাফের ৩৪টি ক্যাম্পে ঔষধ প্রশাসনের আইনকে তোয়াক্কা না করে অর্ধশতাদিক ঔষধ কোম্পানী ১ হাজার লাইসেন্স বিহীন ফার্মেসীতে প্রতিমাসে প্রায় ৫ কোটি টাকার ঔষধ বিক্রয় করছে বলে অভিযোগ উঠেছে। ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের কতিপয় সদস্যদের ম্যানেস করে ঔষুধ কোম্পানী এ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে কুতুপালং বাজারে, লম্বাশিয়া, মধুরছড়া, ইরানিপাহাড়, বালুখালী, থাইংখালী, পালংখালী, তাজনিমারখোলা, শফিউল্লাহকাটাসহ রোহিঙ্গা ক্যাম্পে ১ হাজারের মত ঔষুধের দোকান অবৈধভাবে গড়ে তুলে ঔষুধ বিক্রয় করছে। কুতুপালং বাজার কমিটির সভাপতি হেলাল উদ্দিন সহায়তা রোহিঙ্গারা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে ব্যাপক অভিযোগ উঠেছে। ঔষুধ আইনে বলা আছে ফামাসিষ্ট ও লাইসেন্স ছাড়া ঔষুধ বিক্রয় নিষিদ্ধ কিন্তু ঔধুষ কোম্পানি লোকজন তা অমান্য করে প্রতি নিয়ত ক্যাম্পের ভিতরে বাহিরে ঔষুধ বিক্রয় করে যাচ্ছে। রোহিঙ্গা ডা. ফয়সাল আনোয়ার কুতুপালং বাজারে এনআইডি কার্ড তৈরি করে ভোটারও হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাজারে নাফা স্ট্যারা ও এইচপ্লাস উধাও হয়ে গেছে অনেক দিন ধরে। এব্যাপারে জানতে চাহিলে উখিয়া ঔষুধ মালিক সমিতির সভাপতি ডা. আব্দুর রহিম জানান রোহিঙ্গা ক্যাম্পে ঔধুষ সরবরাহ করার জন্য অপসোনিন নামের কোম্পানী ৮জন প্রতিনিধি নিয়োগ দিয়েছে। তারা স্থানীয়দের অমান্য করে রোহিঙ্গা ক্যাম্পে ঔষুধ বিক্রয় করছে। উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন জানান ঔষুধ বিক্রয় করতে হলে ড্রাগলাইসেন্স, র্ফামাসিষ্ট অব্যশই লাগবে। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে ঔষুধ কোম্পানির লোকজন ঔষুধ নীতিমালা না মেনে প্রতি নিয়ত ঔষুধ বিক্রয় করছে বলে আমি শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *