রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত দুই নাম্বার আসামি ইসরাফিল হুদা ওরফে জয়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫ দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনছুর সিদ্দিকী এ রিমান্ড দেন।
এর আগে বিকেলে জয়কে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। দীর্ঘ শুনানির পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন টিটিএনকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে এই ধর্ষণকাণ্ডের সন্দেহে আটক তিনজন ও হোটেল ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এখন পর্যন্ত এই মামলায় মূলহোতা আশিকসহ ছয়জনকে গ্রেফতার হয়েছে।
প্রসঙ্গত, পর্যটক দাবিদার এক নারী দাবি করেছেন, গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে শহরের সন্ত্রাসী আশিক ভুক্তভোগী নারীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ওই নারীর অভিযোগের ভিত্তিতে হোটেলের ম্যানেজার ছোটনকে আটক করে র্যাব। এ ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় এজাহারনামীয় ৪ জনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার নারীর স্বামী।
এজাহারভুক্ত আসামিরা হলেন- আশিকুর রহমান ও তার তিন সহযোগী ইস্রাফিল খোদা ওরফে জয় ও মেহেদী হাসান ওরফে বাবু এবং রিয়াজ উদ্দিন ছোটন। মামলাটি ট্যুরিস্ট পুলিশ তদন্ত করছে।