বুধবার, ১৮ জুন ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

ঈদগাঁও উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ৯৭৫, ‘এ’প্লাস পেয়েছ ৫৭ জন

নুরুল আমিন হেলালীঃ

কক্সবাজারের নব গঠিত ঈদগাঁও উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালের এস এস সি পরীক্ষায় মোট ১০৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এতে মোট ৫৭ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পাওয়ার গৌরব অর্জন করেছে। তন্মধ্যে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ৩৬৩ জনের মধ্যে পাশ করেছে ৩৩০ জন এবং জিপিএ ‘৫’ পেয়েছে ৩০ জন। ইদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৫৭ জনের মধ্যে পাশ করেছে ২৪৭ জন জিপিএ ‘৫’ পেয়েছে ১৭ জন। ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ে ১২৮ জনের মধ্যে পাশ করছে ১১৭ জন জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পোকখালী হাইস্কুল থেকে ১২৬ জনের মধ্যে পাশ করেছে ১১৪ জন জিপিএ  ‘৫’ পেয়েছে ৩ জন। নাপিতখালী হাইস্কুল থেকে ১৪৮ জনের মধ্যে পাশ করেছে ১৩৪ জন জিপিএ  ‘৫’ পেয়েছে ৪ জন। গোমাতলী হাই স্কুল থেকে ৩৮ জনের মধ্যে পাশ করেছে ৩৩ জন। কেউ জিপিএ ‘৫’ পাইনি।
জানা যায়, বছরের শুরু থেকেই করোনার ছোবলে যখন তছনছ শিক্ষা ব্যবস্থা তখন ২০২১ সালের এস এস সি পরীক্ষার্থীরা এক অজানা অনিশ্চয়তায় পড়ে যায়। পরবর্তিতে সরকারের সাহসী সিদ্ধান্তে শুধুমাত্র গ্রুপ সাবজেক্টে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঈদগাঁও উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১০৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং সদ্য প্রকাশিত ফলাফলে ৯৭৫ জন উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে এবং এপ্লাস পেয়েছে ৫৭ জন। উপজেলায় পাশের হার ৯১.৮৯। সরেজমিনে কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উচ্ছাস। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্ধারন শিক্ষক মো.শহিদুল হক জানান, প্রতি বছরের ন্যায় এবারও তাদের বিদ্যালয়ে সর্ব্বোচ্চ ৩০ জন এপ্লাস পেয়ে উপজেলায় তাদের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রাখতে পেরে তারা খুবই আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *