প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ বিকাল ৩ ঘটিকার সময় কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশনেত্রী বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮ ঘটিকার সময় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুল আলম এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।
কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভার প্রধান বক্তা ফাহিমুর রহমান বলেন দেশনেত্রীর মুক্তি ও উনার সুচিকিৎসার ব্যবস্থা করবার জন্য দেশের বাইরে পাঠানোর দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন সফল করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন বছরে তথা ২০২২ সালে তা সফল হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উনাকে যে সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না,সেটা কোনো আইনি ব্যাপার নয়,শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি করে রেখেছেন,যেন দেশনেত্রী সুচিকিৎসার সুযোগ না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যদি দেশনেত্রীর খারাপ কিছু হয় সমস্ত দায় সরকারকেই নিতে হবে।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায়,অসুস্থ বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ,এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
সভায় কক্সবাজার জেলা ছাত্রদল এবং আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিসি৭১/এমইউএন
Related