রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
২০২২ সালের প্রথমদিনে শনিবার ১ জানুয়ারি বেলা ১২ টা ৫ মিনিটের দিকে র্যাব-১৫ এক অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ ২ জন রোহিঙ্গা নারীকে আটক করেছে।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখিত সময়ে উখিয়ার পালংখালীর ময়নারঘোনা ক্যাম্প-১১ সিআইসি অফিস সংলগ্ন এলাকায় র্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে ২ রোহিঙ্গা নারীকে আটক করে। পরে তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা টেবলেট সাক্ষীদের সামনে উদ্ধার করা হয়।
আটককৃত রোহিঙ্গা নারী ইয়াবাকারবারীদ্বয় হলো- টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্প ২২ এর ব্লক-এ/২ এর বাসিন্দা মৃত সৈদ হোসনের স্ত্রী খতিজা বেগম (৫০) এবং শফিউল্লাহ কাটা এলাকার ক্যাম্প-১৬ এর ব্লক-এ/৫ এর বাসিন্দা আলী আহম্মদের স্ত্রী ফাতেমা আক্তার (২৭)। কক্সবাজার জেলা আইনশৃংখলা বাহিনীর মধ্যে র্যাব-১৫ নতুন বছর ২০২২ সালের প্রথম দিনে সর্বপ্রথম ইয়াবা চালান আটক করলো।
ধৃত রোহিঙ্গা নারী ইয়াবাকারবারীদ্বয় দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত বলে র্যাবের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আনইগত ব্যবস্থা নিতে ইয়াবা পাচারকারীদ্বয়কে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রোহিঙ্গা নারী ইয়াবাকারবারীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে উখিয়া থানা সুত্রে জানা গেছে।