শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনাকালে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ জাতির প্রতিটি সংকটে, সংগ্রামে ও আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। যার ধারাবাহিকতায় কক্সবাজার জেলা ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে।”
এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান জানান, “ ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগ সবসময় দেশ ও জাতির ছাত্র সমাজের অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।”
আগামী এক মাসের মধ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি গঠন করার কথা বলেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পরে দলীয় কার্যালয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।