বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর মাদক বিরোধী অভিযানে মাদক সহ ২ কারবারি আটক

মোঃ আশেক উল্লাহ ফারুকী টেকনাফ:
টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া প্রবাসী উম্মে সালমার দখলীয় বাড়ির ভাড়াটিয়ার বাসায় ৩ জানুয়ারি বিকালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ লাখ টাকার দামে এমপিটামিন যুক্ত ২০ হাজার ইয়াবা সহ  নতুন পল্লান পাড়ার লাল মিয়া ও মাতা মৃত ফাতেমা বেগমের পুত্র মনসুর আলম (৩৪) ও উত্তর লেংগুরবিলের মাওঃ জহির আহমদ ও মাতা মৃত জয়নব বেগমের পুত্র মোঃ ইউসুফ (৩২) কে আটক করেছে। টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানায়. টেকনাফ মাদকদ্রব্যের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার সংগৃহীত গোপন তথ্যের ভিত্তিতে এবং তার নির্দেশনায় ইন্সপেক্টর ( পরিদর্শক) বিদ্যুৎ বিহারীর নেতৃত্বে একদল চৌকস সিপাই দল এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাফল্য অর্জন করেন। আটককৃত  ২ আসামি ও মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা রুজু করা হয়। উল্লেখ্য আটককৃত মোহাম্মদ ইউসুফ ইয়াবা কারবারি এবং সে একজন ক্ষুদ্র ব্যবসার আডালে মাদক পাচার ও ব্যবসা করে জিরো থেকে হিরো বনে যায়। যা নিয়ে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *