রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া পালংখালীর বালুখালী থেকে ৫ লক্ষ পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।এসময় তার অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
রবিবার (৯ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল জানতে পারে যে,টেকনাফ সীমান্ত থেকে মাদক কারবারীরা ইয়াবার একটি বড় চালান পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১৫,ওই এলাকা নজরদারিতে রাখে।
এরপর রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ওই স্থানে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে বালুখালী ব্রীজের নিচ দিয়ে কয়েকটি বস্তা নিয়ে আসতে দেখা যায়।এসময় র্যাবের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করে,কিন্তু ৫/৬ জন তার সহযোগী পালিয়ে যায়।
পরে আটক আসামীর কাছ থেকে উদ্ধারকৃত বস্তা তল্লাশী করে ৫ লক্ষ পিস ইয়াবা ও মাদক পাচারের ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, সে এবং পলাতক আসামীরাসহ দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছে।
আটক মোঃ ছৈয়দুল আমিন ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।