রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধিন চকরিয়া উপজেলার খুটাখালীতে পাচারকালে চোরাই কাঠ ভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে সংশ্লিষ্ট বনবিভাগ।
শনিবার উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ নয়াপাড়া এলাকা থেকে গাড়ীটি জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ফুলছড়ির সহকারী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জানান,গোপনে সংবাদে জানতে পারি খুটাখালী থেকে আকাশমণি কাঠ ভর্তি একটি ডাম্পার গাড়ী অন্যত্রে যাওয়ার জন্য রওনা দিচ্ছে।
তাৎক্ষনিক সংবাদটি ফুলছড়ি রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপেন চন্দ্র দাসকে অভিহিত করি।
এরপর সহকারি বন সংরক্ষতের নেতৃত্বে অভিযান চালিয়ে কাঠ ভর্তি গাড়ী জব্দ করতে সক্ষম হই।
তিনি জানান, জব্দকৃত চোরাই কাঠ ভর্তি গাড়ির বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দেওয়া হয়েছে।