শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

চকরিয়ায় নবাগত ইউএনও জেপি দেওয়ানের যোগদান

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জেপি দেওয়ান।

রবিবার ( জানুয়ারী) সন্ধ্যায় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের কাজ থেকে আনুষ্টানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এসময় জেপি দেওয়ানকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।

পরদিন সোমবার (১০ জানুয়ারী) থেকে জেপি দেওয়ান আনুষ্টানিকভাবে তার দায়িত্ব পালন শুরু করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড.প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের জন্য নির্দেশ দেন। পাশাপাশি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজকে পদোন্নতি দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা (এডিসি পদমর্যাদার) হিসেবে যোগদানের জন্য নির্দেশ দেন।

জানা যায়, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মেধাবী ছাত্র জেপি দেওয়ান ৩৩-তম বিসিএস’র প্রশাসন ক্যাডারে নিযুক্ত হন। তিনি ২০০৩ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং ২০০৫ সালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ২০১১ সালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল প্রকৌশলী হিসেবে স্মাতক শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *