মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

টেকনাফে জেলের টানা জালে আটকা পড়ল ৬ লাখ টাকার মাছ

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের এক জেলের টানা জালে আটকা পড়ছে ৬ লাখ টাকার ছোট-বড় বিভিন্ন রকমের প্রচুর মাছ।

জেলে পরিবারে এখন খুশির আমেজ বইছে। এসব মাছ এক নজর দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করছেন।

সোমবার সকাল ১০টার সময় শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সৈকতে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ মাঝের পাড়ার মোহাম্মদ কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে।

সরেজমিনে দেখা যায়, জেলেদের টানা জালে ছোট পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় ৩শ মণ মাছ আটকা পড়ছে। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ ন্যায্যমূল্যে বিক্রি করছেন পাইকারী ক্রেতাদের কাছে।

পাইকারী ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকীটুকু পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে। এতে করে জালের মালিক ও জেলেসহ লাভবান হচ্ছেন মৎস্য সংশ্লিষ্টরা।

শাহপরীরদ্বীপ এলাকার জেলে মোহাম্মদ কলিম উল্লাহ জানান, আমার এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। গতকালকে ও ৪ লাখ টাকার মাছ পেয়েছিলাম।

অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এই বছর টানা জালে প্রচুর পরিমানে মাছ পড়েছে । প্রতিদিন প্রচুর পরিমানের মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছেন।

উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাগরের মাছের প্রচুর বৃদ্ধি পেয়েছে তাই জেলেদের জালে এসব মাছ ধরা পড়েছে। অবশ্যই এটা আনন্দের সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *