নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সদস্য, সদস্যদের অভিষেক সহ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জাঁকজমকভাবে সম্পন্ন হয়েছে।
গত সোমবারে ১২ টায় ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
উক্ত মহতি অনুষ্ঠান উদ্ভোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল করিম মাদু, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও সোহেল জাহান চৌধুরী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল ,ঈদগাঁও উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমু ,নবাগত মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনজুর আলম নাসির উদ্দিন ,মোঃ শাহজাহান আলী, ফরিদুল আলম, আমানুল হক আমান, হাসানুল হক ,সাবিনা ইয়াসমিন, গোলজার বেগম, নতুন চেয়ারম্যান মজিবুর রহমান ,ইউপি পরিষদ গেইটে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সাবেক চেয়ারম্যান ওয়াজ করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদিউল আমির ,সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য,বেলাল উদ্দিন বেলাল প্রধান সম্পাদক ও প্রকাশক ,দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকা, চৌফলদন্ডী ইউনিয়নের কৃতি সন্তান, ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, আওয়ামী লীগের নেতা শাহাজাহান মনির,সাবেক এম ইউপি মোস্তফা কামাল বিএনপি’র নেতা,মোঃ এহসান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,শাহজাহান মনির ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,এ্যাডভোকেট ফয়সাল যুবলীগের ইউনিয়ন সভাপতি,আরাফাত যুবলীগের ইউনিয়নের সাধারণ সম্পাদক,রদিউল স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি,এ্যাডভোকেট জসিম উদ্দিন স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনজুর আলম, মোহাম্মদ মিজানুর রহমান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক,ও আওয়ামী লীগের নেতা মোঃ পারভেজ ,আওয়ামী লীগের নেতাসহ এসময় আরো এলাকার অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওই সময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, তিনি বলেন চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান মুজিব সরাসারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। দল যাছাই-বাছাই করে একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে। আর নৌকা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীক,স্বাধীনতার প্রতীক। কাজেই আওয়ামী লীগের রাজনীতি করলে নৌকার জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার প্রার্থী বিজয়ী হয়েছে।সেই সাথে চৌফলন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা থাকবে।তিনি আরো বলেন,ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের স্বার্থে নৌকা প্রতিকের জয়লাভের জন্য যারা দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের অতিদ্রুত প্রার্থীতা প্রত্যাহার করতে হবে। দলের স্বার্থে ও দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারও সাথে পক্ষ পাতিত্য না করে দলের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় তিনি বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কিছু রাখাইনদের জন্য উপহার হিসেবে ঘর পেয়েছি আমি তাদের কে বুঝিয়ে দিয়েছি, সেই সাথে কারো পরিবারের ছেলে মেয়ে যদি স্কুলে ভর্তি হতে পারছেনা জন্মসনদের জন্য, আমি এই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি যে, তাদেরকে সাথে সাথে জন্মসনদ ব্যবস্থা করে দিতে।তিনি আরো বলেন, যে আমি কারও সাথে পক্ষ পাতিত্য না করে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে সক্ষম। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্য।
বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব দৈনিক কক্সবাজার ৭১ কে জামান,যে,আমি সবেমাত্র ইউনিয়ন পরিষদে দায়িত্ব বুঝে নিয়েছি ও বিনা পান্ড ও ভাঙ্গা চেয়ার টেবিল ছাড়া ইউনিয়ন পরিষদ বুঝে পোলম।আমি নবনির্বাচিত মেম্বারদের কে নিয়ে ভাড়াকৃত চেয়ার নিয়ে প্রোগ্রাম সম্পন্ন করেছি,তবে আমি চাইব আমার ইউনিয়নের পরিষদের কোন ধরনের চামচামির লোকেরা থাকতে পারবে না।আমি চাই আমার ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলব।
ডিসি৭১/এমইউএন
Related