শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কক্সবাজারে মঙ্গলবার ১৯ জনের দেহে করোনা শনাক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মঙ্গলবার ১১ জানুয়ারি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫৭৮ জনের নমুনা টেস্ট করে ১৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ৫৫৯ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার করোনা শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে মহেশখালী উপজেলার রোগী ১০ জন, কক্সবাজার সদর উপজেলার রোগী ৭ জন, পেকুয়া উপজেলার ১ জন এবং টেকনাফ উপজেলার ১ জন রোগী রয়েছে।

এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ১০ জানুয়ারি ৪২১ জনের নমুনা টেস্ট করে ৪ জন, ৯ জানুয়ারি ৫১৬ জনের নমুনা টেস্ট করে ৬৮ জন, ৮ জানুয়ারি ৩৪২ জনের নমুনা টেস্ট করে ৪০ জন, ৭ জানুয়ারি ৫৭৫ জনের নমুনা টেস্ট করে ১৬ জন এবং ৬ জানুয়ারি ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ২৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত দেওয়া তথ্য মতে, ১০ জানুয়ারি পর্যন্ত কক্সবাজার জেলায় ২৩ হাজার ৭৭৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়। একইসময়ে ৩১০ জন করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মৃত্যুবরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *