শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্স—মিডিয়া এসোসিয়েশনের বর্তমান কমিটির সিনিয়র সহ—সভাপতি চিংসাউ মারমা বাবুকে নিজ গ্রামে চলে যাওয়ার মনোনিবেশ করলে কক্স—মিডিয়া এসোসিয়েশন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গতকাল ১২ জানুয়ারী বুধবার রাত ৮টার সময় তার কর্মস্থল দৈনিক কক্সবাজার এর পার্শ্বে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কক্স—মিডিয়া এসোসিয়েশনের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছ জানান। এসময় উপস্থিত ছিলেন কক্স—মিডিয়া এসোসিয়েশনের সভাপতি মো: মীর মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মোবারক উদ্দিন নয়ন, সংগঠনের প্রতিষ্টাকালীন সদস্য মাহ্লা মে মালা ও মেমেছিং, সদস্য উক্যা মং রাখাইন, মন থেন রাখাইন, মো: ফরহাদ, জজ ওয়ান রাখাইন প্রমুখ। নেতৃবৃন্দ চিংসাউ মারমা বাবুর নিজ গ্রামে অবস্থানকালীন সময়ে উত্তরোত্তর সফলতা কামনা করেন।