রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
ভারতীয় বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন।বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসেনজিৎ ও স্বস্তিকা নিজেরাই তাদের করোনা সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন।
এক টুইটার পোস্টে প্রসেনজিৎ জানান, দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’
অন্যদিকে স্বস্তিকা তার ইনস্টাগ্রাম এবং ফেইসবুক অ্যাকাউন্টে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান।একই দিনে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন শিল্পী, রূপম ইসলাম।