আন্তর্জাতিক পর্যায়ে মইনীয়া যুব ফোরামের গৌরবময় অর্জন, শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০ অর্জন সুবাদে
আজ ১৩ জানুয়ারী ২০২২ সোনারগাঁও উপজেলায় নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি জনাব লিয়াকত হোসেন খোকার কার্যালয়ে মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও শাখাকে আমন্ত্রণ জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
শুভেচ্ছা কালে এমপি মহোদয়, মইনীয়া যুব ফোরামের প্রশংসা করে বলেন, বর্তমান যুব সমাজের বেহাল ভয়াবহ অবস্থায় মইনীয়া যুব ফোরামের মতো সংগঠনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আন্তর্জাতিক প্রাঙ্গণে। বিশেষ করে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মইনীয়া যুব ফোরাম যে জাতীয় সফলতা তারা অর্জন করেছে তার পিছনে রয়েছে অক্লান্ত ত্যাগ ও কঠোর পরিশ্রম।
তিনি মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও শাখার প্রতি শুভকামনা করে সহযোগিতা এবং প্রেরনা দিয়ে পাশে থাকার সম্মতি জ্ঞাপন করেন।
এ সময়ে উপস্থিত ছিলো, সোনারগাঁও উপজেলার যুব উন্নয়ন অফিসার, এন এম ইয়াছিনুল হাবিব, মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক, হোসাইন মোহাম্মদ আজাদ, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সহ রাকিব হোসেন প্রমুখ।
Related