শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
দীর্ঘ ৬ বছর পর জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কক্সবাজার পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর (১০,১১,১২) নাসিমা আক্তার বকুলকে সভাপতি ও ফরিদা ইয়াছমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১৪ জানুয়ারি কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।জানা গেছে, ২০১৬ সালে সর্বশেষ কক্সবাজার জেলা মহিলা দলের কমিটি করা হয়। এর পর ১৪ জানুয়ারি নতুন কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে চাঙ্গা করতে ও দলীয় কার্যক্রম গতিশীল করতে ৩ বছর মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।