রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৯ মানহানিকর সংবাদ প্রচার করায় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের বিবৃতি পোকার আক্রমণে বিবর্ণ মহেশখালীর প্যারাবন মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের উপর অবৈধ ভাবে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত কাঠের রাস্তা শেখ হাসিনার পতনের ঘটনায় প্রশাসনিক নিরবতাকে কাজে লাগিয়ে খাস জমি দখল করে প্রতিযোগিতা মূলকভাবে নির্মাণ হচ্ছে অনুমোদনহীন বহুতল ভবন। যেন দেখার কেউ নাই হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ কটেজ জোনে অভিযান পরিচালনা করায়, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সাবেক মুখ্য সচিব নাসের ও সচিব মেজবাহ গ্রেফতার মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক এখন পতিতা, মরণ নেশা ইয়াবা ও মাদকের স্বর্গরাজ্য কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন

৭৩৮ জন কর্মী নেবে বিমান বাংলাদেশ

কক্সবাজার ৭১ ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বিভিন্ন পদে ৭৩৮ জন লোক নেবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।
যোগ্যতা সম্পন্ন যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পদ অনুসারে নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে-
ক শ্রেণি ভুক্ত পদসমূহ: সিস্টেম ইঞ্জিনিয়ার পদে ২১ জন, মেট্রোলজিস্ট পদে ৪ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ পদে ৫জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/ ফ্লাইট ডাটা মনিটরিং পদে ৪জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (জেনারেল) পদে ২৫জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স পদে ৩টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট পদে ১জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস পদে ৫জন, মেডিক্যাল অফিসার পদে ৩জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস) পদে ১জন পদে নিয়োগ দেওয়া হবে।
খ শ্রেণি ভুক্ত পদসমূহ: এয়ারক্রাফট মেকানিক পদে ৩০ জন, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার পদে ৩ জন, ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ১০জন, প্লানিং অ্যাসিস্ট্যান্ট পদে ৭ জন, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে ১০০ জন, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে ৩০ জন, একাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ১০ জন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ১৪জন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদে ২০জন, অডিট অ্যাসিস্ট্যান্ট পদে ৫জন, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট পদে ৪জন, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট পদে ২ জন, জুনিয়ার এয়ারকন মেকানিক পদে ১জন, জুনিয়র ওয়েল্ডার জিএসই পদে ২জন, জুনিয়র পেইন্টার জিএসই পদে ২জন, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই পদে ২জন, জুনিয়র এমটি মেকানিক পদে ৯ জন পদে নিয়োগ দেওয়া হবে।
গ শ্রেণি ভুক্ত পদসমূহ: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদে ১৯ জন, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) পদে ১৭জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদে ১০ জন, এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদে ৪০জন নিয়োগ দেওয়া হবে।
ঘ শ্রেণি ভুক্ত পদসমূহ: সিকিউরিটি গার্ড ( ক্যাজুয়াল) পদে ১০০টি, কার্গো হেলপার/ ট্রাফিক হেলপার পদে ২০০ জন, এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) পদে ৪০ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন যেভাবে: আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদন ফি: বিজ্ঞপ্তি অনুসারে ক শ্রেণিভুক্ত পদের আবেদন ফি ৫৬০ টাকা, খ ও গ শ্রেণিভুক্ত পদের জন্য আবেদন ফি ৩৩৬ টাকা এবং ঘ শ্রেণিভুক্ত পদের আবেদন ফি ১১২ টাকা প্রদান করা হবে।
আবেদনের সময়: আবেদন শুরু ১৬ জানুয়ারি থেকে। চলবে ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *