রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২০লিটার চোলাই মদসহ শামসুল আলম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৬জানুয়ারী) ভোরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার ভাঙ্গারী দোকানের দক্ষিণ পাশ থেকে তাকে চোলাই মদসহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন,সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গোদার বিল ও বর্তমানে পৌরসভার ইলামাবাদ এলাকার মৃত মুছা আলীর ছেলে শামসুল আলম (৪২)।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান।
তিনি জানান,রবিবার ভোরে টেকনাফ মডেল থানার এসআই হুসাইন আহমেদ ও এএসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পৌরসভার ইসলাবাদ এলাকার জুবায়ের প্রকাশ ভুট্রোর ভাঙ্গারী দোকানের দক্ষিণ পাশ থেকে দেশীয় তৈরি ২০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।