রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় সন্দেহভাজন তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানায় দায়ে মামলার সন্দেহভাজন আসামি ইয়াছিন (২৫), নবি উল্লাহ (২৯), এবং সলিমকে (২৩) গ্রেফতার করতে করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।