রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
উখিয়া প্রতিনিধিঃ
উখিয়ার আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি দুলাল (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব -১৫ সদস্যরা। দীর্ঘ প্রায় ৫ মাস পর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গত বছরের ১৪ আগস্ট উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামে নিজ ঘরে নবম শ্রেণীতে অধ্যায়নরত এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়। ঐ সময় ধর্ষিতার বাবা-মা চিকিৎসার জন্য চট্টগ্রামে অবস্থান করছিল।খালি ঘরে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের মুখে জিম্মি করে এ কিশােরীকে রাতভর ধর্ষণ করে।
রাতভর ধর্ষণ শেষে ভোরে অজ্ঞান অবস্থায় কিশােরীকে ঘরে ফেলে রেখে যায়। পরে প্রতিবেশীরা উক্ত স্কুল ছাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।ধর্ষিতার মা চিকিৎসা না করেই ফিরে এসে গত ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
কক্সবাজার র্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী জানান, উক্ত ঘটনাটি র্যাব-১৫ অবগত হয়ে ঘটনার সাথে জড়িত ধর্ষককে ধরতে ছায়াতদন্ত শুরু করে।
অবশেষে গতকাল বৃহস্পতিবার র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক দুলালকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।
আটক ধর্ষক দুলাল (৩০) উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তেলী পাড়া এলাকার রশিদ আহমদের ছেলে। উল্লেখ্য, আসামী মােঃ দুলাল কয়েক বছর পূর্বে সংঘঠিত অন্য একটি গণধর্ষণ মামলারও আসামী বলে জানা যায়।