বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
উখিয়া প্রতিনিধি:
মিয়ানমারে থাকাকালীন পারিবারিক শত্রুতার শুরু হয়েছিল। শুরু হওয়া প্রতিহিংসার জেরে প্রতিশোধ নিতে ছুরিকাঘাতে খুন করেছে মৌলভি মনির (৩৫) নামের এক রোহিঙ্গাকে। কক্সবাজারের উখিয়ার জামতলীর এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ/৬ ব্লকে ওই ঘটনা ঘটে।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা।
বুধবার রাতে উপজেলার জামতলীর এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ/৬ ব্লকে ওই ঘটনা ঘটে।
নিহত যুবক একই ক্যাম্পের মোহাম্মদ ইউনুছের ছেলে।
খুনের ঘটনায় আটকরা হলেন, মৃত নরুর ছেলে মো.ইউনুস (৩৫) ও মৃত মৃতুল হোসেনের ছেলে মো.ইয়াছিন (৪৪)।
৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, নিহত মনিরের সাথে মৃত আদু আলীন ছেলে কেফায়েতুল্লাহ(২০) এর মায়ানমার থাকাকালীন সময় থেকে পারিবারিক বিরোধ ছিল। মায়ানমার থেকে বাংলাদেশে আসার পর তাদের ঝগড়া বিবাদ চলমান থাকার পরেও তারা পাশাপাশি ব্লকে অবস্থান করে। বুধবার ঘরের আঙিনা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে কেফায়েতুল্লাহ এবং মৌলভী মনিরের আপন বড় ভাই পীর মোহাম্মদ এর সাথে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে পারিবারিক প্রতিহিংসায় কেফায়েতুল্লাহ সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন লোক একইদিন রাতে মনিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো বলেন, এই ঘটনায় জড়িত থাকার দায়ে দুইজনকে আটক করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=yTuR-yK2r7Q