শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

“সৎ ও দেশপ্রেমিকদের জনপ্রতিনিধি নির্বাচিত করা আমাদের নাগরিক দায়িত্ব।” – সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী

চট্টগ্রাম প্রতিনিধিঃ

প্রতিবছরের ন্যায় এ বছরও দেশব্যাপী অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট। তারই ধারাবাহিকতায় ২৮শে জানুয়ারি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন
বাংলাদেশ সুপ্রিম পার্টি ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
এসময় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে, একটি রাষ্ট্রের যেমন তার নাগরিকদের প্রতি দায়বদ্ধতা আছে, নাগরিকদের অধিকার নিশ্চিতের দায়িত্ব আছে, তেমনি নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি কর্তব্য রয়েছে। সকল রাষ্ট্রই সুশাসনের উপাদানগুলো অনুসরণ করতে চায়। সুশাসন প্রতিষ্ঠা হলে রাষ্ট্রে শৃঙ্খলা, গণতন্ত্র, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিদের ওপর রাষ্ট্রের ভালো-মন্দ ব্যাপকভাবে নির্ভর করে। জনপ্রতিনিধিরা জনগণের প্রতিনিধিত্ব করেন এবং রাষ্ট্র পরিচালনায় মুখ্য ভূমিকা রাখেন। তাই প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব হল সৎ ও দেশপ্রেমিক ব্যক্তিদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখা।
কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব সোহরাব হোসাইন। তিনি তার বক্তব্যে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মানবিক কার্যক্রমগুলোর প্রশংসা করে বলেন, করোনা সংকট, পরিবেশ সংরক্ষণসহ দেশের নানা দূর্যোগে, সমাজসেবামূলক কার্যক্রমে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী অগ্রণী ভূমিকা পালন করছেন।তার মত মানবতার সেবায় সকলে আত্ননিয়োজিত হলে পৃথিবীর অসহা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *