শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সভা ৩১ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি। ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি প্রফেসর একেএম গিয়াসউদ্দিন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ট্রাষ্টি বোর্ডের সম্মানিত সদস্য এডভোকেট সিরাজুল মোস্তফা, অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম, ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার আবরার আহমদ, সদস্য আয়েশা সালাহউদ্দিন, ডাঃ সেলিম আখতার চৌধুরী, নুসরাত আহমদ প্রমুখ।
বোর্ড ট্রাষ্টিজ এর সভায় ইউনিভার্সিটির সর্বাঙ্গীন উন্নয়ন, দ্রুততম সময়ে স্হায়ী ক্যাম্পাস বাস্তবায়ন ও নতুন ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম স্থানান্তর, সমার্তন অনুষ্ঠান সম্পন্ন করা ও নিয়মিত জার্নাল প্রকাশ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।