রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি ১২টি রামদাসহ ৫ রোহিঙ্গা দুস্কৃতিকারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ জানুয়ারি (সোমবার) ভোর তিনটার দিকে তানজিনমার খোলা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ক্যাম্প-১৯ ব্লক-সি/৪ এর বাসিন্দা মৃত আবু তাহেরের ছেলে ইসমাইল হোসেন প্রকাশ জবিউল্লাহ (৪১), ক্যাম্প-১৩ ব্লক-সি/১ এর বাসিন্দা জাফর আহম্মদের ছেলে আমান উল্লাহ (২৩), ক্যাম্প-১৯ এর ব্লক-ডি/৩ এর বাসিন্দা মতিউর রহমানের ছেলে রুহুল আমিন (৩৯), একই ক্যাম্পের বি/৫ এর বাসিন্দা মৃত জকোরিয়ার ছেলে জবি উল্লাহ (৩০) এবং ক্যাম্প-১৫ ব্লক-এইচ/১৬ এর বাসিন্দা ফজল হকের ছেলে মোঃ আয়াস (২৫)।
এপিবিএন এর পক্ষ থেকে জানানো হয়, সোমবার ভোরে এপিবিএন সদস্যরা জানতে পারে ক্যাম্প-১৩ এর এফ/৫ এর নুরুজ্জামানের চায়ের দোকানের সামনে ডাকাতির প্রস্তুতি নিয়ে একদল দুষ্কৃতিকারী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে, অস্ত্রগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি, অপহরনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।