রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৯ মানহানিকর সংবাদ প্রচার করায় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের বিবৃতি পোকার আক্রমণে বিবর্ণ মহেশখালীর প্যারাবন মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের উপর অবৈধ ভাবে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত কাঠের রাস্তা শেখ হাসিনার পতনের ঘটনায় প্রশাসনিক নিরবতাকে কাজে লাগিয়ে খাস জমি দখল করে প্রতিযোগিতা মূলকভাবে নির্মাণ হচ্ছে অনুমোদনহীন বহুতল ভবন। যেন দেখার কেউ নাই হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ কটেজ জোনে অভিযান পরিচালনা করায়, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সাবেক মুখ্য সচিব নাসের ও সচিব মেজবাহ গ্রেফতার মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক এখন পতিতা, মরণ নেশা ইয়াবা ও মাদকের স্বর্গরাজ্য কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন

৫০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এর চেয়ে লজ্জার কিছু নেই: আলমগীর

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের স্বেচ্ছাচারিতায় চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যরা শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে ঢুকতে পারেননি। তাই তারা এই এমডির অপসারণ চায়। একই সঙ্গে এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিনেতা আলমগীরকে দাবি করে তারা।

৫০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এর চেয়ে লজ্জার কিছু নেই: আলমগীর

চলচ্চিত্রকে মনেপ্রাণে ভালোবাসেন, এমন ব্যক্তি হিসেবে আলমগীরকে এমডি পদে দেখতে চায় সবাই। পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘আলমগীর ভাইকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাওয়াটা আমাদের এখন আর মৌখিক দাবি নয়। আমরা ১৮ সংগঠনের পক্ষ থেকে শিগগির তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে দেখা করব। লিখিত আকারেও দাবি জানাব। বর্তমান চলচ্চিত্রে আলমগীর ভাইয়ের মতো পরিষ্কার মনমানসিকতার মানুষ কম আছেন। সবার বিপদ-আপদে তিনি হাজির হন। শুধু তা–ই নয়, সাংগঠনিকভাবে তাঁর অভিজ্ঞতা দারুণ। তিনি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। তাঁর মাধ্যমেই শুধু এফডিসির বর্তমান অবস্থার পরিবর্তন আসতে পারে।’

এ সময় পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ, বদিউল আলম খোকন, পরিচালক সমিতির বর্তমান মহাসচিব শাহীন সুমনও উপস্থিত ছিলেন। তাঁদেরও দাবি কোনো আমলা নন, এফডিসির এমডি হওয়া উচিত চলচ্চিত্রেরই কারও।

৫০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এর চেয়ে লজ্জার কিছু নেই: আলমগীর

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে নায়ক আলমগীরকে এফডিসির এমডি পদে দেখতে চাওয়ার দাবি তোলেন এবং এই পদে সিনেমার মানুষ হিসেবে আলমগীরকে দেখতে চান।

সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ‘এর আগেও রাজীব সাহেব ও পীযূষ বন্দোপাধ্যায় ছিলেন, চলচ্চিত্রের কী এমন উন্নয়ন হয়েছে। আমি এলেও তিন বছর পর আপনারাই আমার সমালোচনা করবেন।’

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে না পারার বিষয়টি নিয়েও কথা বলেন আলমগীর। সংবাদ সম্মেলনে নায়ক আলমগীর বলেন, ‘নির্বাচনের দিন পরিচালক, প্রযোজক ও চলচ্চিত্রের সঙ্গে জড়িত মানুষেরা তাঁদের এফডিসিতে ঢুকতে পারেননি। আমার ৫০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এর চেয়ে লজ্জার কিছু নেই। এই বাড়ি, এই জায়গা সবই আমাদের। অথচ আমরাই এখানে প্রবেশ করতে পারিনি। চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে লজ্জা বোধ করি।’

নির্বাচনের পরদিন ১৭ সংগঠনের সদস্যদের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, এফডিসির এমডি অপসারণ করা না পর্যন্ত কর্মবিরতিতে যাবেন

নির্বাচনের পরদিন ১৭ সংগঠনের সদস্যদের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, এফডিসির এমডি অপসারণ করা না পর্যন্ত কর্মবিরতিতে যাবেন

নির্বাচনের পরদিন ১৭ সংগঠনের সদস্যদের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, এফডিসির এমডি অপসারণ করা না পর্যন্ত কর্মবিরতিতে যাবেন। এফডিসিতে কারও শুটিং করতে দেওয়া হবে না। এফডিসির সব সংগঠনের মুখপাত্র হিসেবে আলমগীর বলেন, ‘এই সংবাদ সম্মেলনের আগে সব সংগঠনের সদস্যরা মিলে একটি মিটিং করেছি। আপাতত কাজ চলবে। কারণ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করার ব্যাপারে আলাপ হয়েছে। তিনি আমাদের দাবির ব্যাপারে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন। আগামীকাল তাঁর সঙ্গে দেখা হতে পারে। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী মহোদয়ের সিদ্ধান্তের ওপর আমাদের কর্মসূচি নির্ভর করছে।’

Ref: ProthomAlo


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *