রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের ঝিলংজা পশ্চিম লারপাড়ায় অভিযান পরিচালনা করে ইয়াবা,আইস ও অস্ত্রসহ দুই সহোদরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি)সকাল সাড়ে ৭ টার দিকে আটককৃতদের বসত ঘরে অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় সদরের ঝিলংজার পশ্চিম লার পাড়ার ইসলামাবাদ এলাকায় একটি বসত ঘরে অভিযান চালিয়ে ইয়াবা, আইস ও অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা,৩ গ্রাম আইস,একটি বিদেশি পিস্তল,১ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন,১ টি মোবাইল ফোন ও ৬ টি সিম উদ্ধার করা হয়েছে।তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করে।
আটক আসামীরা হলো,১।মোঃ সাইফুল ইসলাম (৩৩),২।মোঃ মইনুল ইসলাম কাজল (১৯)উভয় পিতা- সৈয়দ কাশেম।সাং- পশ্চিম লার পাড়া (ইসলামাবাদ) ঝিলংজা,কক্সবাজা সদর।
আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।