প্রিয় সাংবাদিকবন্ধুগণ,
শুভেচ্ছা জানবেন।
গত ০২ ফেব্রুয়ারী ২০২২খ্রি: হ্নীলা ইউনিয়নের ০৫ নাম্বার ওয়ার্ডের নতুন জেলে পাড়ায় কোস্টের একটি টিম উপকারভোগীদের সাথে মতামত সংগ্রহের লক্ষ্যে একটি সভার আয়োজন করেছিল।
সভা শুরু হওয়ার সাথে সাথে হ্নীলা ইউনিয়নের ০৫ নাম্বার ওযার্ডের মেম্বার রেজাউল করিম বলেন আমার ওয়ার্ডে কোন এনজিও এর কাজ করার প্রয়োজন নেই এবং তিনি বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তার সাথে থাকা লোকজন এবং স্বয়ং মেম্বার নিজে মহিলা সহকর্মীসহ ০৪ জন পুরুষ সহকর্মীর গাঁয়ে হাত তোলেন এবং লাথি ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেন।
ইতোমধ্যে অপরাধীদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ আসামীদের ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ এবং ওসি তদন্ত বেশ আন্তরিকভাবে সহযোগিতা দিয়েছেন। জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে সম্পুর্ণ ঘটনা জানানো হয়েছে।
সিসিএনএফ (এনজিও নেটওয়ার্ক)-কো-চেয়ারগণ এই বিষয়ে আগামীকাল ০৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১.০০টায় অনলাইনে একটি সাংবাদিক সম্মেলন করার উদ্যেগ গ্রহণ করেছেন। টেকনাফ,উখিয়া,কক্সবাজার এবং জাতীয় পর্যায়ের বেশ কিছু সাংবাদিক বন্ধুগণ অনলাইন সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার বিষয়ে সদয় সম্মতি জানিয়েছেন।
আপনাদের সকলের একান্ত উপস্থিতি কামনা করছি।
Join Zoom Meeting
Meeting ID: 834 3857 2012
Passcode: 12345
Related