রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙ্গিখালী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে বেলাল উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে ১৮ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন রঙ্গিখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময়ে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পশ্চিম পাড়ার মৃত কবির আহমদের ছেলে বেলাল উদ্দিনকে (৩৮) আটক করা হয়।
পরে তার সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশি করে ৪ রাউন্ড গোলাবারুদসহ ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।