প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে ছাত্রনেতা ফাহিমুর রহমানের নেতৃত্বে কুয়াশা আর তীব্র শীতে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে শতাধিক অসহায়-দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রদল।
৯ তারিখ দিবাগত রাতে বাস টার্মিনাল, কলাতলী, সুগন্ধা পয়েন্ট, লাবনী পয়েন্ট, হলিডে মোর, থানারোড ও বাজারঘাটা সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রনেতা ফাহিমুর রহমান বলেন, ‘অসহায়-দরিদ্র মানুষরা এই শীতে কষ্ট পাচ্ছে। তাদের শীত নিবারণের জন্য প্রতিবছরের মত এবছরও আমরা কম্বল বিতরণ করছি এবং সপ্তাহব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
Related