শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচার করে নিয়ে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৬ জন নারী ও একজন পুরুষ। এসময় ইদ্রিস নামে মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় বসবাস করেন।
র্যাব জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশী চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এসয়ম সিএনজি অটোরিকশা নিয়ে পাচারের সময় ৭ জন রোহিঙ্গা নারী পুরুষ উদ্ধার করা হয়। তাদেরকে পাচার করে নিয়ে যাচ্ছিলেন মানবপাচার চক্রের সদস্য মো. ইদ্রিস।
র্যাব- ১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বলেন, পাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু র্যাবের গোয়েন্দা তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন আরো নামে দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা ইদ্রিসের মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক দিনদিন সক্রিয় হয়ে উঠছে মানবপাচার চক্র। ভাল থাকার আশ্বাস, উচ্চ বেতনে চাকরি, বিয়েসহ নানা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের ফাঁদে ফেলে তারা। কিন্তু পাচারের শিকার হওয়ার পর তাদের জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী সচেতন মহলের।
ডিসি৭১/এমইউনয়ন