রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ১৯ মামলার দাগী পলাতক আসামি আবছার বাহিনীর প্রধান মোঃ নুরুল আবছার (২৭)-কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী রাত ১০ টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভাস্থ টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ধৃত মোঃ নুরুল আবছার কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরার বাঁচা মিয়ার ঘোনার রশিদ ড্রাইভারের পুত্র।
আবছারের বিরুদ্ধে মারামারির মামলা ৪ টি, অস্ত্র মামলা ২ টি, দ্রুত বিচার আইনে মামলা ১ টি, দস্যুতা মামলা ২ টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০ টি সহ সর্বমোট ১৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ইন্সপেক্টর মো: আনোয়ার হোসেন জানিয়েছেন।