মহেশখালী উপজেলার শাপলাপুর ইউপির দিনেশপুরে ব্যক্তি মালিকানাধিন রোপনকৃত ৬০মাথা বড় ইউক্লিপটাস / বাম গাছ কেটে নিয়েছে বিট অফিসার জুবাইরের নেতৃত্বে বন প্রহরীরা। ১২ই ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে গাছগুলি দিনেশপুর বন বিটে নিয়ে আসা হয়।
স্থানীয় রশিদ আহমদ নামের এক ব্যক্তি ১০বছর আগে দিনেশপুর এলাকার ১২নং পাহাড় মৌজা হলেও লোকালয়ের জনবসতিপূর্ণ এলাকায় ইউক্লিপটাস গাছগুলি রোপন করেছিল। যাহা বৃদ্ধ বয়সে টাকা আয় হবে মনে করে। ঠিকই তার বিপদের সময় গাছগুলি কাটতে গিয়ে, হারাতে হলো প্রায় ৬০টির মতো বড় সাইজের ইউক্লিপটাস/ বামগাছ।
স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা জানান ইউক্লিপটাস গাছ বন বিভাগ আটক বা জব্ধ করার কোন আইন পড়ে কিনা জানা নেই। তবে বন বিভাগ যেখানে ফলজ বনজ গাছ রোপন করার কথা,সেখানে তারা নিজেরাতো গাছ রোপনই করছে না অথচ ব্যক্তি মালিকাধিন রোপনকৃত গাছ কেটে বা আটক করে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি করার কোন মানেই হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানানগেছে, গাছের মালিক রশিদের বিদবা বোনের কলেজ পড়ুয়া এক বিবাহ উপযুক্ত
মেয়ের বিবাহর খরচ যোগানোর জন্য গাছগুলি বিক্রি করার সময়, শনির দশা এসে পড়েছে।
দিনেশপুর বিট অফিসার জুবাইর এর বিরুদ্ধে অভিযোগের অন্তনেই। গেল বছর সুফল এর বাগানের নাম করে লক্ষ লক্ষ সরকারী টাকা তছরুপ করেছিল। যার তদন্ত করেন সংশ্লিষ্ট বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
দিনেশপুর এলাকার পাহাড়ের কাঁছাকাছি বসবাসকারী জনসাধারণের ক্ষুদ্র ব্যবসা ঝুপড়ি দোকান, ছন,শুকনো লাকড়ির দোকান সহ বিভিন্ন ভাবে মাশুহারা আদায়ের অভিযোগ রয়েছে। যা তদন্তে বেরিয়ে আসবে।
শাপলাপুর বারিয়াপাড়া বাজারের একজন চা র দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, দিনেশপুর বিট অফিসার জুবাইরের কারনে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বিট অফিসার জুবাইরের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ না করলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন কর্মসুচীর ডাক দিবেন বলে জানানগেছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে শনিবার ১২ই ফেব্রুয়ারি বিকালে একদল সংবাদকর্মী দিনেশপুর বন বিট এলাকা এবং রশিদের ব্যক্তি মালিকাধিন ইউক্লিপটাস গাছের বাগান পরিদর্শন শেষে,
ইউক্লিপটাস গাছ আটকের বিষয়ে জানতে দিনেশপুর বিট অফিসার জুবাইরের অফিসে গেলে সেখানে অবস্থানকারী বন প্রহরীরা জুবাইর নাই বলে জানান, পরে তার মোবাইল নাম্বারে বারংবার ফোন করেও মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জুবাইরের অপকর্ম তুলে ধরা হলো।
বিট অফিসার জুবাইর ইউক্লিপটাস গাছের মালিকের কাছ থেকে টাকা নিয়ে গাছ কাটার লাইন দিলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসায় গাছ গুলি দিনেশপুর বিট অফিসে নিয়ে আসা হয়।