বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

রামু থেকে অবৈধ কাঠভর্তি ট্রাক আটক, ধরাছোঁয়ার বাইরে মালিক

নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলার ফতেখাঁরকুলের হাইটুপি এলাকা থেকে অবৈধ কাঠভর্তি একটি ড্রাম ট্রাক আটক করেছে বন বিভাগ। যার নং- চট্র-মোট্রে শ-১১-০০৬৯।
গত শনিবার (১২ ফেব্রয়ারী) অভিযানটি চালানো হয় বলে জানান কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম  আতা এলাহী।

তবে, পাচারে জড়িত ট্রাক চালক-হেলপার ও কাঠ মালিক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি তারা।
অবৈধ ডাম্পারের মালিকের নাম আশিক নেওয়াজ। তিনি রামু হাইটুপি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, ঈদগড়-বাইশারী-গর্জনিয়া সড়কে গাছ পাচারের সক্রিয় সিন্ডিকেট রয়েছে। তাদের হাতে ধ্বংস হচ্ছে বনজ সম্পদ ও বনভূমি।
বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, বনের গাছ গাছালি পাচারের সিন্ডিকেটের অন্যতম হচ্ছেন আশিক নেওয়াজ। দীর্ঘসময় ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবারই প্রথম ধরা পড়লো অবৈধ গাছভর্তি তার ডাম্পারটি।

ট্রাক ও গাছগুলো কক্সবাজার উত্তর বন বিভাগের হেফাজতে রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন একেএম  আতা এলাহী।
বনজ সম্পদ রক্ষায় সবমহলের সহযোগিতা চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *