শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কক্সবাজার জেলা বারে আইনজীবী ঐক্য পরিষদের আমির হোসেন-তাওহিদ প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সমমনা আইনজীবীদের মনোনীত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল ঘোষনা করা হয়েছে। সভাপতি পদে সিনিয়র আইনজীবী, বর্তমান নির্বাহী কমিটির সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আমির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সহ সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা বার ইউনিটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহিদুল আনোয়ার-কে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার ১৪ ফেব্রুয়ারী রাতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের বেজমেন্টে অনুষ্ঠিত এক প্যানেল নির্ধারনী সভায় এ মনোনয়ন দেওয়া হয়। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকীর সভাপতিত্বে, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল আলা, এডভোকেট মোহাম্মদ ছৈয়দ আলম, এডভোকেট ইব্রাহিম খলিল এডভোকেট আমির হোসেন, এডভোকেট সাদেক উল্লাহ, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট আবু তাহের, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট রমিজ আহমদ, এডভোকেট নেজামুল হক, এডভোকেট সিরাজুল ইসলাম-৪, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, এডভোকেট তাওহিদুল আনোয়ার, এডভোকেট আবদুল কাইয়ুম, এডভোকেট আবদুল মজিদ, এডভোকেট মুহাম্মদ মীর মোশাররফ হোসেন টিটু, এডভোকেট আবিদুর রহমান, এডভোকেট আবদুর রশিদ, এডভোকেট মাহবুবুল আলম টিপু, এডভোকেট সাহব উদ্দিন সিহাব, এডভোকেট নুরুর রশিদ, এডভোকেট রাবেয়া বেগম, এডভোকেট শওকত, এডভোকেট আবদুর রহিম, এডভোকেট মোহাম্মদ শাহীন, এডভোকেট রবিউল বাপপা, এডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ।

আগামী ২৬ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিতব্য নির্বাচনে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ইতিমধ্যে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে মোট ৮১০ জন আইনজীবী ভোটার হয়েছেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন এবং চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দু’টি ভোট কেন্দ্রে একই সাথে সকাল ২৬ ফেব্রুয়ারী ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এর মধ্যে চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত ৫৯ জন আইনজীবীদের নিয়ে প্রকাশিত পৃথক একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। অপর একটি ৭৫১ জন ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মূল ভবনের দু’তলায়।

নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের-কে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ’কে কমিশনার করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি বুধবার মনোনয়নপত্র দাখিল করা হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৭ ফেব্রুয়ারী এবং মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ ফেব্রুয়ারী। গঠনতন্ত্র অনুসারে আগামী ১৯ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *