রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও সরকার সমর্থক মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনা করা হয়েছে। সভাপতি পদে তিন বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক-কে মনোনয়ন দেওয়া হয়েছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কক্সবাজার জেলা শাখার নীতিনির্ধারনী মহল এ মনোনয়ন দিয়েছেন। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ২০০০ সালের ৯ মে এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট মোহাম্মদ তারেক ২০০২ সালের ২০ অক্টোবর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
আগামী ২৬ ফেব্রুয়ারী শনিবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচনে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ৮১০ জনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।এরমধ্যে চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত আইনজীবীদের নিয়ে ৫৯ জন আইনজীবী নিয়ে প্রকাশিত একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। ৭৫১ আইনজীবী নিয়ে অপর একটি পৃথক ভোটার তালিকায় ভোট গ্রহন করা হবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মূল ভবনের দু’তলায়।দু’টি ভোট কেন্দ্রে একই সাথে ২৬ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।
নির্বাচনে সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ১৬ ফেব্রুয়ারি বুধবার মনোনয়নপত্র দাখিল করা হবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৭ ফেব্রুয়ারী এবং মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারী। গঠনতন্ত্র অনুসারে আগামী ১৯ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।
এদিকে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সমমনা আইনজীবীদের মনোনীত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল গত ১৪ ফেব্রুয়ারী ঘোষনা করেছে। এতে সভাপতি পদে সিনিয়র আইনজীবী, বর্তমান নির্বাহী কমিটির সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আমির হোসাইন-২ এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সহ সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা বার ইউনিটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার-কে মনোনয়ন দেওয়া হয়েছে। আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট মোহাম্মদ আমির হোসাইন-২ ১৯৮৯ সালের ৩ এপ্রিল এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার ২০০৩ সালের ৫ আগস্ট কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।