রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বিশেষ অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৯ মানহানিকর সংবাদ প্রচার করায় জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের বিবৃতি পোকার আক্রমণে বিবর্ণ মহেশখালীর প্যারাবন মহেশখালীর ঘটিভাঙ্গা-সোনাদিয়া সড়কের উপর অবৈধ ভাবে তৈরি করা হচ্ছে ব্যক্তিগত কাঠের রাস্তা শেখ হাসিনার পতনের ঘটনায় প্রশাসনিক নিরবতাকে কাজে লাগিয়ে খাস জমি দখল করে প্রতিযোগিতা মূলকভাবে নির্মাণ হচ্ছে অনুমোদনহীন বহুতল ভবন। যেন দেখার কেউ নাই হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক সহ কটেজ জোনে অভিযান পরিচালনা করায়, কক্সবাজার জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার সাবেক মুখ্য সচিব নাসের ও সচিব মেজবাহ গ্রেফতার মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল বেলাভূমি ও হোটেল ক্লাসিক এখন পতিতা, মরণ নেশা ইয়াবা ও মাদকের স্বর্গরাজ্য কক্সবাজার সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতি পুনর্গঠন

মহেশখালীতে দুর্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  ওরিয়েন্টেশন অনুষ্টিত

 

হারুনর রশিদ

বিশেষ প্রতিবেদক,মহেশখালী

কক্সবাজারের মহেশখালীতে দূযোর্গে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন ২২শে ফ্রেবুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় মহেশখালী উপজেলা হল রুমে মহেশখালী উপজেলা প্রশাসন ও দূযোর্গ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ইউনিসেফ ও বেসরকারী এনজিও সংস্থা একলাবের সহযোগিতায় অনুষ্টিত হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান , উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে,
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মর্কতা ভবরঞ্জন দাশ,সমবায় অফিসার গোলাম মাসুদ কুতুবী,ইউনিসেফ কক্সবাজার ফিল্ড অফিসে এসবিসি অফিসার মোঃ রাশেদুল ইসলাম, ছোট মহেশখালীর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান রিয়ান সিকদার, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সালেহ আহমেদ,
মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খানঁ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, সাংবাদিক হারুনর রশিদ, সাংবাদিক মোঃ শাহাবউদ্দীন, একলাবের ডিপিএম সাখাওয়াত আমিন,একলাবের মহেশখালী সিও মো.রাসেল খান, সহ বিভিন্ন সরকারী র্কমর্কতা, এনজিও একলাবের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, ভবিষ্যতে জনগনের কল্যান হয় এমন কাজে এনজিওদের সম্পৃক্ত হওয়ার আহবান জানান। দূযোর্গে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
দূর্যোগে ঝুৃকি কমিয়ে আনতে আমাদের পূর্ব পরিকল্পনার পাশাপাশি সাধারন মানুষদের মাঝে জন সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করতে হবে স্বেচ্ছাসেবি সংগঠনদের। এক কথায় বলতে গেলে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের কষ্ট এবং ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনা। কেন না প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো আমাদের পক্ষে সম্ভব নয়, তবে হ্যা, আমরা আন্তরিক ও সমষ্টিগত ভাবে চেষ্টা করলে, আমাদের অভ্যাস পরিবর্তন করলে হয়তো এর ফ্রিকোয়েন্সী কমে আসতে পারে। দুর্যোগ পরবর্তী পদক্ষেপ। যেমনঃ রিলিফ প্রদান, ক্ষতি কাটিয়ে আবার নতুন করে উন্নয়নে সহযোগিতা করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *