বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক,
মহেশখালী উপজেলা পরিষদের বটতলা এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর বসে মাদকের হাট।
খোঁজ নিয়ে জানাগেছে, মহেশখালী পৌরসভার বড় রাইনপাড়া এলাকার মাদক কারবারিদের কাছ থেকে স্থানীয় কিছু রিক্সা ওয়ালার মাধ্যমে টাইগারের বোতলে করে বাংলা মদ এনে বটতলায় মাদকের হাট বসায়। মাদকসেবীদের চিল্লাছিল্লিতে উপজেলা পরিষদের পাশের মসজিদের মুসল্লিরা ও পথচারীরা অতিষ্ট এবং মদখুরদের কারণে রাস্তায় জন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন অত্র এলাকায় মাদক বিরুধী অভিযান পরিচালনা করা জরুরী হয়েপড়েছে।
সংশ্লিষ্ট প্রশাসনের কাছে উক্ত এলাকায় সন্ধ্যার পর মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জোর আবেদন জানিয়েছেন
স্থানীয় সচেতন মহল।